ঢাকাMonday , 29 April 2024
  • অন্যান্য

কুড়িগ্রামে ধানের বস্তায় ফেনসিডিল পরিবহনের সময় মাদক কারবারি আটক

রফিকুল হক রফিক
এপ্রিল ৭, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ । ৮৬ জন
link Copied

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধানের বস্তার ভিতর ফেনসিডিল ভরে অটোতে পরিবহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন খামারপত্র নাবিস ঘাটেরপাড় এলাকায় এসআই এনামুল হক এর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।

এসময় একটি অটোগাড়িতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ভূরুঙ্গামারী থানাধীন পশ্চিম ভোটহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে।

এ ব্যাপারে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।