ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

তৌহিদুল ইসলাম সরকার
মার্চ ২৭, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ । ১৩২ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে বোরহান উদ্দিন (৪০) নামের এক চালক নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চর-বেতাগৈর ইউনিয়নের চর-কোমরভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন একই গ্রামের আবদুস শহীদের ছেলে। তিনি স্থানীয় রজব আলীর ট্রাক্টর চালাতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে ট্রাক্টর নিয়ে চর কোমর ভাঙ্গা মাঠে জমি চাষ করছিল বোরহান। জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে বেরিবাঁধে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডঃ উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বোরহান উদ্দিনের মৃত্যু হয়।

স্থানীয় আনোয়ার হোসেন শাহিন জানান, বিকালের ডাক্তার নিয়ে মাঠের জমি চাষ করছিল বোরহান। জমির চাষ শেষে বাড়ি ফেরার পথে বেরিবাঁধে ওঠার সময় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে বোরহান উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।