ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে চাকমা ভাষায় নাটক “মার্চেন্ট অব ভ্যানিস” পরিবেশিত

তাপস ত্রিপুরা
মার্চ ৭, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ । ২২২ জন
link Copied

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউত হল রুমে চাকমা ভাষায় উইলিয়াম শেক্সপিয়ারের নাটক “মার্চেন্ট অব ভ্যানিস” পরিবেশিত হয়।

বৃহস্পতিবার পরিবেশিত নাটকটি চাকমা ভাষায় অনুবাদ করেছেন বিপর্শী চাকমা।

ইনস্টিটিউতের প্রযোজনায় এবং অড়ং থিয়েটারের পরিবেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তরুন নাট্যকার লাব্রিচাই মারমা’র নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়।

বিখ্যাত নাট্যকারের নাটক অনুবাদ করে চাকমা ভাষায় পরিবেশিত হওয়ায় ইতিমধ্যে দর্শকের কাছে ব্যাপক ছাড়া পড়েছে। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্ত্বার ভাষায় অনুবাদ করে বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের নাটক পরিবেশন করা এই প্রথম।