ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম ৪ আসনে প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন না পাওয়ায় রৌমারীতে মিষ্টি বিতরণ

রফিকুল হক রফিক
নভেম্বর ২৭, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ । ২২৪ জন
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন নৌকার মনোনয়ন না পাওয়ায় কুড়িগ্রামের রৌমারীতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।

এর আগে মনোনয়ন প্রত্যাশীরা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছিলেন।

এদিকে প্রতিমন্ত্রীর বদলে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাড: বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়ায় রৌমারীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা:।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় গিয়ে শেষ হয়।

এর আগে রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই শুরু হয় রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে আতসবাজি, মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ওপর ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন ’অপমানের প্রতিশোধ আমি নিতে পারি নাই, তবে আল্লাহ ঠিকই নিয়েছেন।’

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন বলেন, অ্যাডভোটে বিপ্লব হাসান পলাশ একজন তরুণ নেতা। তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমরা রৌমারীবাসী অনেক অনেক আনন্দিত। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু বলেন, কুড়িগ্রাম-৪ আসনের জনগণ আজ মুক্ত হলো। জাকির হোসেন এমপি হওয়ার পর জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর নিত না। সবসময় তার পাশে কিছু সুবিধাভোগি নেতারা বিচরণ করত। তরুণ ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান পলাশকে দলীয় মনোনয়ন দেওয়ায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকায় বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

এনপি