ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ নুর উদ্দিন
মার্চ ২১, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ । ৯৬ জন
link Copied

পিরোজপুরে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হ্যাবিটাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি ) এর সহযোগিতায় ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১২ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পিরোজপুর শহরের শেরে বাংলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এইচডিটির এর পরিচালক মেহেদি হাসান বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ ও আগত অতিথিবৃন্দ।

সেলাই মেশিন পাওয়া (কাজল) এই প্রতিবেদককে বলেন, আমার স্বামী একজন দিনমজুর। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। এই সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাবো।