ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নির্বাচন বর্জন করতে লিফলেট বিতরণ

এস,এম,নুর
ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ । ১৫৫ জন
link Copied

পিরোজপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি বলে বর্জন করতে লিফলেট বিতরণ করছে জেলা যুবদল নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও বাজারে লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক বদিউজ্জামান রুবেল, যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াজ সরকারের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিরোজপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিয়াজ সরদার এই প্রতিবেদককে বলেন, অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে পিরোজপুরের সব জায়গাতেই আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা কয়েকদিন ধরেই পিরোজপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে যাচ্ছি। এ সরকার একটি অবৈধ একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থাকতে চায়, মানুষের ভোট ও ভাতের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই নির্বাচনে জনগণকে অংশগ্রহণ না করা আহবান জানান।