ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ডামী নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

মোঃ জাহিদ তালুকদার
ডিসেম্বর ২৬, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ । ২০৭ জন
link Copied

এক দফা দাবিতে অসহযোগের ডাক দেওয়া বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেছে এর ধারাবাহিকতায় কলাপাড়া উপজেলা বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন কবির সিকদারের নেতৃত্বে নেতাকর্মী মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরে দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, কলাপাড়া থানা বিএনপি, পৌর বিএনপি,থানা যুবদল, পৌর যুবদল, এবং বিএনপির বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ নিবন্ধিত দল যখন ৭ জানুয়ারি ভোট সামনে রেখে প্রচারে ব্যস্ত, বিএনপি ও সমমনা দলগুলো তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।