ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা প্রশাসনের কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ । ১০৩ জন
link Copied

হার কাঁপানো শীতে যখন বিপর্যস্থ মানুষ, ঠিক সে সময়ে শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে শহরের সিও অফিস মোড়, বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা পরিষদ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে শতাধীক নিম্ন আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।

জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, এ বছর শীতে পিরোজপুর জেলার ৭টি উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ৩০ হাজার ১৫০টি কম্বল বিতরন করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি এ সকল ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।