ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল বানিয়াধলায় অবস্থিত দরবারে জাহিদিয়া সুফী চর্চা কেন্দ্রে মঙ্গলবার রাতে ২৫তম খুশবু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জাহিদ ফাউন্ডেশন এর জেলার মহাসচিব জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।
এ সময় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জাহিদিয়া সুফী চর্চা কেন্দ্রের প্রধান খাদেম জসিম মিয়া।
বিশেষ অতিথিরা হলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, সামাজসেবক দেলোয়ার হোসেন, তুষার মিয়া প্রমূখ। এছাড়াও কয়েকশত নারী-পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।