ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে ৫ মিনিটের ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু

মোহাম্মদ শরীফুল ইসলাম
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ । ৩৯৬ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুরে পাঁচ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পোনে নয় ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুল আজিজ (৭০) মারা যায় খবর শুনে তার পাঁচ মিনিট পরে স্ত্রী ফিরোজা বেগম (৫৮) টাঙ্গাইলের সখিপুর উপজেলার দারিয়াপুর গ্রামে বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানায় ওই পরিবার।

উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের দয়ালের চালা এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

এই মৃত্যুর সংবাদ শুনে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী শোকাহত।

পারিবারিক সূত্রে জানা যায়, হাঁপানি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন আব্দুল আজিজ। স্বামীর অসুস্থতা ও পরে তার মৃত্যুর কথা চিন্তা করে বাড়িতেই আকস্মিকভাবে মারা যায় তার স্ত্রী ফিরোজা বেগম।

দুজনের মৃত্যু কথা শুনে আহাজারিতে ভেঙে পড়েন ওই পরিবার ও স্বজনরা। দুজনের বয়স হয়েছিল তাই এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরে নিয়েছে স্বজন ও পরিবার।

এ বিষয়ে নিহত আব্দুল আজিজ এর ভাতিজা শিক্ষক সানোয়ার হোসেন বলেন, আমার চাচার কোন ছেলে সন্তান নেই দুটি মেয়ে আছে। তাদের বিয়ে হয়ে গেছে। পাঁচ মিনিটের ব্যবধানে উনাদের এমন মৃত্যুর ঘটনায় আমরা হতভম্ব হয়ে গেছি।