গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব এ অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’ এর নির্বাচনে গাজী – গনি পরিষদ পূর্ন প্যানেলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর সফল সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আলমগীর নুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দকে সিআরইউ’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্ব কামনা করেন।
উল্লেখ্য গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রুহুল আমীন গাজী ১৯৬ ভোট এবং মহাসচিব পদে কাদের গনি চৌধুরী ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।