ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ১০

মনিরুজ্জামান মনির
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ । ১৩৯ জন
link Copied

শেরপুরের শ্রীবরদীতে লাকড়ি ভর্তি ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাস বাড়িতে ঢুকে যায় এতে ২জন নিহত আরও অন্তত ১৫জন আহত হয়েছেন।

বুধবার ভোরে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া এলাকা দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রলির চালকের সহকারী হামিদুর রহমান (২৬) ও পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)।

এ ছাড়া দুর্ঘটনায় বড়পোড়াগড় এলাকার শাহেদ আলীর ছেলে ট্রলির চালক রমজান আলীসহ (২০) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালের দিকে ‘মামনি পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রলির সহকারী হামিদুর রহমান মারা যান। আহত হন ট্রলির চালক ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে গোলাম ফারুক লিটনকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে। জেলা হাসপাতালে একাধিক লোক ভর্তি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।