ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

নৌকার প্রার্থী মোস্তাফিজের মনোনয়ন বাতিলের দাবি চট্টগ্রাম সাংবাদিক সমাজের

আবদুর রহিম
ডিসেম্বর ২, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ । ১৮৩ জন
link Copied

চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মনোনয়ন পত্র জমাদানকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের গায়ে হাত তোলার ঘটনাকে কেন্দ্র করে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

শুক্রবার (১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনের আগেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশ্ন করায় যিনি সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো ঔদ্ধত্য দেখাতে পারেন কেউই তার কাছে নিরাপদ নয়। সাংবাদিক নেতৃবৃন্দ বিতর্কিত এই ব্যক্তি আগেও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াও সাংবাদিকদের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোসহ সাংবাদিক বিদ্বেষী নানা ঘটনা ঘটিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ তার মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তার বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।

এনপি