ঢাকাFriday , 17 January 2025
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম নগর কমিটি গঠিত

আবদুর রহিম
এপ্রিল ১৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ । ২৮৩ জন
link Copied

অধ্যাপক ঝন্টু বড়ুয়াকে আহবায়ক, বাপ্পী কান্তি দাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও বাপ্পী দে কে সদস্য সচিব করে ৬০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠিত হয় গত ১৩ এপ্রিল।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক চৌধুরী কালু, অসীম বনিক, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, দীলিপ মিত্র, রুবেল বড়ুয়া, সুনন্দ প্রিয় ভিক্ষু,মিথুন কান্তি দাস, প্রকৌশলী সুব্রত সেন, বিপ্লব চৌধুরী বিল্লু, সুজন দাশসহ মোট ৬০ জন সদস্য নির্বাচিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির নব নির্বাচিত সকল সদস্যদের চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে দেশের সেবায় কাজ করার আহবান জানান।