ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিথুন
নভেম্বর ৩০, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ । ১২৭ জন
link Copied

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ফাহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের বখুড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ফাহাদ ওই এলাকার কাজল সরকারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত এসময় ফাহাদ সকলের অগোচরে বাড়ির বাইরে চলে যায়। কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাঁকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা.রাশিদুজ্জামান বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।

এনপি