ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

সাভারে নানা আয়োজনে বড়দিন পালন

এস এম মনিরুল ইসলাম
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ । ১৭৪ জন
link Copied

সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন।

সোমবার সকাল থেকেই দিনটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেকেই সমবেত হন সাভারের রাজশন কেন্দ্রীয় উপাসনালয় ধরেন্ডা ক্যাথেলিক চার্চে।

ধর্মীয় প্রার্থনা সভার মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। নতুন জামা আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সবাই সমবেত হন উপাসনালয়ে। ধর্মীয় কীর্ত্তন, প্রার্থনা আর বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন তারা।

আয়োজিত বিশেষ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভারে চার্চসমূহের মধ্যে সেন্ট যোশেফ ক্যাথলিক ধরেন্ডা চার্চ, কমলাপুর ম্যাথাডিস চার্চ, কমলাপুর সমরিতান শিশু পল্লী চার্চ, আনন্দপুর বেথেল হেম চার্চ এবং শিমুলতলা ব্যাপ্টিস্ট চার্চে পালন করা হয় বড়দিনের উৎসব।