ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের লঞ্চঘাটা বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও পুস্পস্তর্বক অপর্ণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান খান, পাগলা থানার ওসি মোঃ খায়রুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, আলতাফ হোসেন রানা, নাসির উদ্দিন মনির প্রমুখ।