দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে হার মানতে হল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহিদুল আলম শহিদকে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ – রাজেউন)।
দীর্ঘ একটি বছর দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অল্প বয়সে ছোট ছোট দুটি শিশু বাচ্চা রেখে অকালে চলে গেলেন জাতীয়তাবাদী আন্দোলনের রাজপথের এই সিপাহশালার।
তাঁর মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আছে। ক্যান্সার আক্রান্ত হয়ে অকালে চলে যাওয়া দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।