দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১ আসনের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনিকে বয়কট করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিনসহ জাপার অন্যান্য নেতাকর্মীরা।
সোমবার দুপুরে রঘুনাথ বাজারস্থ ইলিয়াস উদ্দিন প্লাজার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে বয়কট করে।
শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো: আতর আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সায়েদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজি শাহ নেওয়াজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন বলেন, আমার মনোনয়ন ফিরে পেয়েছি। আশাবাদী আমি জাতীয় পার্টির প্রতিক লাঙ্গলও ফিরে পাব। দলের অধিকাংশ নেতাকর্মীরা আমার সাথে রয়েছে। এসময় জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীদের সাথে একমত পোষণ করে আলহাজ্ব ইলিয়াস উদ্দিনও লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনিকে বয়কট করনে ।
এসময় জেলা জাতীয় পার্টির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।