ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ১১ আসনে নৌকার মাঝি লতিফের বিজয়ের হাসি

আবদুর রহিম
জানুয়ারি ৭, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ । ২৫২ জন
link Copied

চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের গত ৩ বারের সাংসদ আবদুল লতিফ তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল কেটলী মার্কার প্রার্থী জিয়াউল হক সুমনের চেয়ে বিপুল ভোটে এগিয়ে আসেন। এই পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ ৯৭টি কেন্দ্রে এগিয়ে আছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ১৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে জিয়াউল হক সুমন পেয়েছেন ২৬ হাজার ৭৪৫ ভোট।

আসনটিতে মোট কেন্দ্র ১৫২টি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সবাই স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে একজোট হয়ে নিজ দলের নৌকার প্রার্থী আবদুল লতিফের বিরুদ্ধে গিয়েও ক্লিন ইমেজের কারণে ৩ বারের এই সাংসদকে পরাজিত করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আবদুল লতিফ চতুর্থ বারের মত সংসদ সদস্য হতে যাচ্ছেন।

রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম জিমনেশিয়াম মিলনায়তনে ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে। ফলাফল ঘোষণা করছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আনোয়ার পাশা।

এনপি