ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ২টি আসনে নৌকা ও ১টি আসনে স্বতন্ত্র প্রার্থীর জয়

মনিরুজ্জামান মনির
জানুয়ারি ৮, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ । ২০০ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে ৩টি আসনের মধ্যে ২টি আসনে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে । ৭জানুয়ারী রবিাবর রাতে ৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তৈরী ফলাফল শীটের মাধ্যমে বেসরকারীভাবে ওই তথ্য নিশ্চিত করা হয়।

শেরপুর ৩টি আসনে বিজয়ী হয়েছেন তারা হলেন, শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ছানুয়ার হোসেন ছানু (ট্রাক) প্রতীকে ১লাখ ৩৬ হাজার ৯ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা আওয়ামীলীগের সভাপতি ৫বারের সংসদ সদস্য আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩হাজার ৩৭ভোট।

এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুলহক মনি ২হাজার ৩শত ৭ভোট, আবুল কালাম আজাদ (একতারা) ৭৪ ভোট, মোহাম্দ আবদুল্লাহ (নোঙ্গর) ১৭২ভোট, ফারুক হোসেন (সোনালী আশঁ) ১৯২ ভোট,বারেক বৈদেশী (গামছা) ২০৫ ভোট পেয়েছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা) প্রতীকে ২লাখ ২০হাজার ১৪২ ভোট পেয়ে ৬ষ্ঠবারের মত বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীক নিয়ে ৫হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। এছাড়া জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান মশাল প্রতীক নিয়ে ৪হাজার ৫শত ৭৬ ভোট।

শেরপুর -৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী ) আসনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এডিএম শহিদুল ইসলাম (নৌকা) প্রতীকে ১লাখ ২হাজার ৪৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম পেয়েছেন ৪৪ হাজার ৭শত ২ ভোট। এছাড়া জাতীয় পার্টির স্বতন্ত্র পার্থী প্রকৌশলৗ ইকবাল আহসান পয়েছেন ২হাজার ৫শত ৮ ভোট।