ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আটক

এস এম মনিরুল ইসলাম
নভেম্বর ৩০, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ । ২৩৮ জন
link Copied

ঢাকার সাভারে এক ইউনিয়ন যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা নাশকতা মামলার আসামি নজরুল ইসলাম (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার স্থানীয় মো. আউয়ালের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মো. আউয়াল বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মামুনের ভায়রাভাই।

আটক নজরুল ইসলাম রাজধানীর পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান এ প্রতিবেদককে বলেন, নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে বলিয়ারপুরে স্থানীয় যুবলীগের এক নেতার আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাকে সেই বাসা থেকে আটক করে সাভার থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বিএনপি নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এনপি