টাঙ্গাইলের সখিপুরে দেদারছে টিলা পাহাড়ের লালচে মাটি কাটা হচ্ছে। সোমবার (৪মার্চ) বিকালে উপজেলার উত্তর আড়াই পাড়া তসেরের চালায় অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাটি ব্যবসায়ী আব্দুল মোমেনকে ১৫ দিনের জেল ও দুই লাখ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে তিনি জানান