ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

তৌহিদুল ইসলাম সরকার
মার্চ ২৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ । ১৩৬ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নিদের্শে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ বাজার বিল্লাল মিয়ার ফার্মেসীর সামন থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নান্দাইল পৌরসভার কাটলীপাড়া এলাকার বাসিন্দা মৃত- আইয়ুব আলীর পুত্র মোঃ দ্বীন ইসলাম (২৮), নান্দাইল পৌরসভার দশালিয়া এলাকার মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ আমিনুল ইসলাম (২৫) ও উত্তর পালাহার গ্রামের মৃত- ইছাহাক মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান একিয়ান (৩২)।

এসময় ৫২পিস ইয়াবা জব্দ সহ ওই তিনজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু সহ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তিনি আরও বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে।