টাঙ্গাইলের সখিপুর থেকে প্রায় ২০ লিটার চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) আনুমানিক ৬টায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে ফালু চাঁন শাহ ওরফে ফাইলা পাগলার মাজার পাড়ের দক্ষিণে হারুনের পোল্ট্রি ফার্মের কাছে ২০লিটার চোলাই মদসহ লিটন মিয়াকে (৩০) আটক করে পুলিশ।
আটক লিটন বহেড়াতৈল ইউনিয়নের খামারচালা এলাকার আ.রহিম মিয়ার ছেলে। আসামির স্বীকারোক্তিতে একজন পলাতক রয়েছে।
থানা পুলিশ জানায়, এ অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই আ.রাজ্জাক, এ এস আই এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লিটনের কাছ থেকে ২০লিটার চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, প্রতিবছর মাঘী পূর্ণিমা কে কেন্দ্র করে মাসব্যাপী ফাইলা পাগলা মেলাকে কেন্দ্র করে গাঁজা, মদ, ইয়াবা, হিরোইনসহ বিপুল পরিমাণ মাদকের কোটি কোটি টাকা ব্যবসা চলে বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়। এই মেলায় মাদক অশ্লীল কর্মকাণ্ডের কারণে ২০০৩ সালে বোমা হামলার ঘটনা ঘটেছিল। কয়েকজন মৃত্যুবরণও করেছিল।