গত বছরের নভেম্বরে এক সাক্ষাতকারে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছিলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন। শেস মুহুর্তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। তবে এবার আবারও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অপু। জানালেন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান।
সম্প্রতি সংবাদমাধ্যমে অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’
অভিনেত্রী বলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’
এদিকে অপু বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফেরদৌসকে। তার নির্বাচনী গণসংযোগে দেখা যাচ্ছে তাকে।
এসআর