ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ । ১৫৩ জন
link Copied

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবা সুলতানা, যমুনা গ্রুপের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী লূৎফর রহমান মাজাহার।

আমন্ত্রিত অতিথিরা হলেন, ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু রায়হান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন (মতি চাচা), সাধারণ সম্পাদক সাইদুর রহমান(বিএস সি), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার।

বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল আউয়াল সহ আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।