ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম সরকার
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ । ২২৪ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত দুই দিন ব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৩ শুরু হয়েছে। আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেজি প্লে হতে ৫ম শ্রেণী পর্যন্ত উপজেলার ৫৫ টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ১ হাজার ১শত ৬০ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

বৃক্তি পরিক্ষায় আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাফিজুর করিম, ইমরুল হাসান বাবুল, হাজী নুরুল আমীন, আনোয়ার বেগম, তাহমিনা আক্তার লিপি ও ভাইস চেয়ারম্যান হেদায়েত হোসেন ভূইয়া, মহাসচিব এ বি এম হুমায়ুন কবির,শিক্ষা সচিব আশরাফুল আলম যুগ্ম মহাসচিব শাজাহান কবির, অর্থ সচিব জামাল উদ্দিন,সাংস্কৃতিক সচিব আনোয়ার শহিদ, সাংগঠনিক সচিব ডালিম রানা সহ সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় শান্তিপূর্ন পরিবেশে পরিক্ষা সম্পন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মো. নুরুল হক বলেন- অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য আমরা এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছি।