ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরের ৩ টি আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মনিরুজ্জামান মনির
ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ । ১৪২ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩ টি আসনে মোট প্রতিদ্বন্দ্বীকারী ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু (ট্রাক),জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল), কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী বারেক বৈদেশী (গামছা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্ৰাৰ্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙর), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (একতারা), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন (সোনালী আঁশ) ।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী (নৌকা), জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)।

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো.সিরাজুল হক (লাঙল), কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী মো. সুন্দর আলী (গামছা), স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. ইকবাল আহসান (ঈগল)।

প্রতীক বরাদ্দকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রতিনিধি ও প্রস্তাবক-সমর্থকগণ উপস্থিত ছিলেন।