ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

রফিকুল হক রফিক
জানুয়ারি ১৮, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ । ১০২ জন
link Copied

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় সকল প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি। জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে প্রাথমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেয়া হবে।