আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত সরকার রবিবার সারাদিন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন, সেলবরষ ইউনিয়ন ও ধর্মপাশা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা ও আলোচনা সভা করেছেন।
ধর্মপাশা সদর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন এডভোকেট রঞ্জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবদুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মোকাররম হোসেন তালুকদার,সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন খান সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এসআর