ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিচারককে লক্ষ্য করে আসামির জুতা নিক্ষেপ

আবদুর রহিম
নভেম্বর ২৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ । ২০৯ জন
link Copied

চট্টগ্রামের আদালতের বিচারকের দিকে জুতা ছুঁড়ে মারেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি মনির খান মাইকেল।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, জামিন শুনানির সময় আসামি মনির খান মাইকেলের (৩২) বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় পুলিশ উপপরিদর্শক তপু সাহা বাদী হয়ে আসামি মনির খান মাইকেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরের দিন তাকে গ্রেফতার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এজলাসে আসামি মনির আকস্মিকভাবে বিচারককে লক্ষ্য করে তার দুই পাটি জুতা দুই দফায় নিক্ষেপ করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এনপি