ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান হবি (৪৮) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হবি জেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরুই এলাকার মৃত সোলাইমান শেখের ছেলে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহম্মেদ ভূঞা।
তিনি জানান, হাবিবুর রহমান হবি একজন কন্ট্রাক্ট কিলার। তিনি একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
রোববার জেলা ডিবি পুলিশ গফরগাঁও পাগলা থানা এলাকার খুরশিদ মহল ব্রিজের সামনে মাদক ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এ সময় হাবিবুর রহমান হবির দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলি, একটি রিভলভার, পাঁচ রাউন্ড কার্তুজসহ একটি একনালা বন্দুক জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-গুলি সংক্রান্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাগলা থানায় অস্ত্র মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।