চট্টগ্রামে সদ্য উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা এলাকার এপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক-বিভাজনে ধাক্কা লেগে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাস উল্টে দূর্ঘটনায় পতিত হয়। এতে টানেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নৌ-সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। রনিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিম।
ঘন কুয়াশায় মাইক্রো চালক গাড়িটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেয়। ট্রাফিক বক্সে আঘাত লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোটি সরিয়ে নেয়। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের ৬ জন আহত হন। এদের মধ্যে রনি ও মাইক্রো চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নৌবাহিনীর সদস্যকে সিএমএইচ ভর্তি করা হয়েছে।