কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমান দুলাল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মোসা: সাজিদা ও শিশু সন্তান আরিয়ান (৩) আহত হন।
বুধবার রাত আটটার দিকে কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদুর রহমান নিজ মোটরসাইকেল যোগে স্ত্রী মোসা: সাজিদা আক্তার ও শিশু সন্তান মো: আরিয়ান (৩) সহ কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নে শ্বশুর সোবাহান গাজীর বাড়ি থেকে আমতলী উপজেলায় খুড়িয়ার খেওয়াঘাট এলাকায় নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কর সিক্সলেন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মহিষযোঝাই একটি মিনি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা তিনজন মহাসড়কে ছিটকে পড়ে সাইদুর রহমান দুলাল (৩৫) ও শিশু সন্তান আরিয়ান(৩) গুরুতর জখম হয়। তাদের দুইজনেরই পা ও হাত ভেঙ্গে যায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান দুলাল মারা যান। স্ত্রী মোসা: সাজিদাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।