ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

এম রহমান মামুন
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ । ২০৯ জন
link Copied

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ডাঃমোশায়েদ রহমান মুনের বাংলো বাড়িতে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।ডাঃ মোশায়েদ রহমান মুন, আইকন চক্ষু হাসপাতাল ও আইকন এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো এই ক্যাম্প।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা করেন জাতীয় চক্ষু ইনিস্টিউট হসপিটালের স্বনামধন্য চিকিৎসকরা।

এসময় দূর দুরান্ত থেকে আসা প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা দেওয়া হয়। এর মধ্যে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার আইকন আই চক্ষু হসপিটালে অস্ত্রপাচারের জন্য পাঠানো হবে। জানা গেছে, রোগীদের চিকিৎসার সকল খরচ আয়োজকরা বহন করবে বলে।

ডাঃমোশায়েদ রহমান মুন বলেন, আমরা বিনামূল্যে বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করি। তারই ধারাবাহিকতায় এই চক্ষু ক্যাম্প। বিনামূল্যে চোখ পরিক্ষা করে ঔষধ দিচ্ছি, পরবর্তী যাদের চোখে ছানী ধরা পড়বে তাদের ঢাকা নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। সম্পূর্ণ চিকিৎসা হবে বিনা টাকায়। আমাদের পক্ষ থেকে রোগীদের ঢাকা আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচও দেওয়া হবে।

এনপি