টাঙ্গাইলের মধুপুরে সারাদিন ব্যাপী খাদ্য ও বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
করিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের আয়োজনে রবিবার ( ১৭ মার্চ) খাদ্য ও বৈচিত্র্য মেলা ২০২৪ ও শিশু মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ মেলায় কারিতাস আলোক-৩ প্রকল্প এঁর কৃষক দলের সদস্যদের জৈব পদ্ধতিতে চাষাবাদের শাকসব্জী ফলমূল প্রদর্শন করা হয়। মেলার স্টল প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সারা দিন ব্যাপী মেলা চলমান ছিল।
মেলায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধুপুর উপজেলা সিবিএএনসি কমিটি কারিতাস আলোক-৩ প্রকল্পের সভাপতি মিঃ ইউজিন নকরেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসিজিএম এর সভাপতি মিঃ অজয় এ মৃ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জলছত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমিলা কর্মকার, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্পের মিঃ বাধন চিরান, আলোক -৩ প্রকল্পের কৃষি অফিসার মিস এনা নকরেক, কারিতাস আলোক-৩ প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস সূচনা রুরাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস পিউ ফিলোমিনা ম্রং সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন।
অনুষ্ঠান শেষে ৩ জন কৃষক এর জন্য জৈব পদ্ধতিতে প্রদর্শনী প্লট করার জন্য আলোক -৩ প্রকল্পের সহায়তায় পাঁচ হাজার করে মোট পনের হাজার টাকা নগদ প্রদান করা হয়।