ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ । ২৮৪ জন
link Copied

মহান বিজয় দিবস সামনে রেখে আগামীতে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে শেরপুরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।