ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে অনুষ্ঠিত হলো ১৬প্রহরব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠান

বাবুল রানা
জানুয়ারি ১৯, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ । ১৮১ জন
link Copied

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাষ্টার পাড়া কলাবাগানে সনাতন ধর্মাবলম্বীদের ১৬প্রহরব্যাপি অষ্টকালীন নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার থেকে দুইদিন নাম কীর্তন এবং শুক্রবার দিবাগত রাতে লীলা কীর্তনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এই ১৬প্রহরব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের।

অনুষ্ঠানের সভাপতি রনজিৎ সাহা জানান, আমরা এলাকার এবং মধুপুর উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীর সহযোগিতায় আমরা দুই বছর যাবত এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি।

দেশের বিভিন্ন জেলা থেকে বিখ্যাত কীর্তন দল আনা হয় এবং সকাল ৮টা থেকে দ্বিপ্রহর পর্ষন্ত চলে পর্ষায়ক্রমে বিভিন্ন দলের কীর্তন। প্রতি প্রহরে বিভিন্ন এলাকা থেকে প্রায় পাচ হাজার সনাতন ধর্মালম্বী এই নামযজ্ঞে অংশ নেন এবং তাদের খাওয়ার জন্য দিনরাত প্রসাদের সু-ব্যবস্থা করা হয়।

আয়োজকদের দাবী- সরকারের সুদৃষ্টি এবং এলাকার জনপ্রতিনিধি ও বৃত্তশালী ব্যক্তিদের একটু সহায়তা পেলেই আগামীতে আমরা একটি দৃষ্টি নন্দন অনুষ্ঠান উপহার দিতে পারবো। আর তা হবে মধুপুরের মধ্যে দৃষ্টান্ত স্বরূপ।