ঢাকাMonday , 20 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে গড়মিল পেলেই বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আল কোরাইশ রকি
মার্চ ১০, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ । ৩৮৮ জন
link Copied

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষি জীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেসরকারি ক্লিনিক, সরকারি হাসপাতালে সব জায়গায় সারা বছর পরিদর্শন অব্যাহত থাকবে। গড়মিল পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সব হাসপাতাল বন্ধের পক্ষে নয়। সরকারি হাসপাতালের অসঙ্গতিগুলো সমাধান করা হবে বলেও জানান তিনি।

রবিবার (১০ মার্চ)বেলা ১১টায় ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমির অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্মের আয়োজনে এর সভাপতি প্রফেসর ডা. কাজী শফিকুল হালিম জিম্মুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা: আবু সালেহ্ মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ওসি মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ইম্প্রশন ফাউন্ডেশনের শাকিল রাব্বানী, রাশেদ রানাসহ জেলা উপজেলার প্রশানের কর্মকর্তা, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধিজন প্রমূখ।

এ সময় ক্যন্সার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি/এসআর