ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় ৬টি গুড় কারখানা মালিককে ২ লক্ষ ৪৫ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ । ১৩৬ জন
link Copied

রাজশাহীর বাঘায় ৬টি গুড় কারখানা মালিককে ২ লক্ষ ৪৫ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানায় অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে এই জরিমানা করা হয়।

জানা যায়, বাঘা উপজেলার পাঁচপাড়া ও চায়দিয়াড়পাড়া গ্রামে দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর ও নিম্নমানের ভেজাল গুড় প্রস্তুত করে আসছিল। র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযান চালিয়ে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে লালন উদ্দিনকে ৪০ হাজার, জয়নাল আবেদীনকে ১ লক্ষ, পলাশ হোসেনকে ২০ হাজার, মিনা রাণী মন্ডলকে ৪৫ হাজার, সবুজ আলীকে ২০ হাজার, রকি আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পঁচা লালি গুড় ১৬ হাজার ১১০ কেজি, পাটালি গুড় ৫ হাজার ৪৮০ কেজি, লালিগুড়- ২ হাজার ১০০ কেজি, হাইড্রোজ ২৯ কেজি, চুন ২৮ কেজি, ফিটকিরি ২৮ কেজি, চিনি ১ হাজার ২০০ কেজি, ডালডা ২০ কেজি, ভেজাল রং ৯ কেজি জব্দ করে। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হওয়ায় জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়।

এএইচএ/এসআর