ময়মনসিংহের নান্দাইলে রেললাইন কেটে ফেলার খবর দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা পেয়েছে চার কিশোর।
বুধবার এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
এসম্মাননা পাওয়া চার কিশোররা হলো উপজেলার মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি (১২) ও রাকিব (১০), সুমন মিয়ার ছেলে তালিম (১২) এবং আব্দুল কাদিরের ছেলে বিল্লাল (১২)।
এসময় ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূইয়া ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারের সম্পত্তির ক্ষতিসাধন সম্পর্কে প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান করেন।
এনপি