ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় পশুরহাটে অতিরিক্ত টোল আদায় করায় ৩০ হাজার টাকা জরিমানা

আল কোরাইশ রকি
জুন ১০, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ । ৬৩ জন
link Copied

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সদর নতুন হাট ইজারদারের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ জুন) বিকালে এই পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পপি খাতুন।

সংশ্লিষ্টরা জানান, নতুন হাট ইজারাদার প্রতিটি গরু ছাগল থেকে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এমন খবরে ইউএনও মোছা: পপি খাতুন হাটে অভিযান চালান। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিক হাট ইজারাদারের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তিনি ইজারাদারকে অতিরিক্ত টোল আদায় না করার জন্য সতর্কসহ ক্রেতাদের সরকার নির্ধারিত টোলের বেশি টাকা দিতে নিষেধ করেন।

ইউএনও পপি খাতুন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আল কোরাইশ রকি/ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি