ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে চুরি মামলায় ৩ আসামী গ্রেফতার

মোহাম্মদ শরীফুল ইসলাম
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ । ২৭২ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুরে চুরির মামলায় চোরাই মালামাল সহ ৩জন আসামি গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।

থানা পুলিশ জানায়,গত ১০ ডিসেম্বর রাতে যেকোন সময় সখিপুর থানাধীন হতেয়া রাজবাড়ী গার্লস স্কুল বাজারে অস্থায়ী ইউনিয়ন পরিষদের নিচ তলায় বাদীর দোকানে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে দোকানের ভিতরে থাকা আনুমানিক ৯৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর এজাহারের মাধ্যমে সখিপুর থানার মামলা নং ০১ তারিখ ০১/০২/২০২৪ ইং ধারাঃ ৩৮০/৪৬১ পেনাল কোড রুজু করা হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় অফিসার ইনচার্জ সখিপুর থানার নির্দেশনায় এসআই/নজরুল ইসলামের নেতৃত্বে সখিপুর থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, ও চোরাই মালামাল উদ্ধার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালায়।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সখিপুর থানা এলাকা হতে মোঃ আঃ বারেক(৫৭) গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকা হতে মোঃ নাজমুল হোসেন (৩২), মোঃ ফরহাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। তাদের দেখানো মতে চোরাই মালামাল একটি ফটোকপি মেশিন, একটি প্রিন্টার, একটি কপি CPU, একটি লেমেনিটিং মেশিন, একটি মনিটর, একটি কিভোর্ড উদ্ধার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।