ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

আল কোরাইশ রকি
জুন ৯, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ । ৭২ জন
link Copied

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বজ্রপাতে উপজেলার পাটীচড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের মোঃ বিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আঃহামিদের স্ত্রী মনিকা (৩৫)।

জানা যায়, বিকাল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ীর উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়। অপর দিকে একই সময়ে গৃহবধূ মনিকা বাড়ীর সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আল কোরাইশ রকি/ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি