ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ । ৮৬ জন
link Copied

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০)ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে পাইকগাছা থেকে ছেড়ে আসা হজ যাত্রীবাহী একটি মাহেন্দ্র আশাশুনির নওয়াপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয় এবং আহত হয়ে তিনজন। এ ঘটনার পর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে আশাশুনি থানায় নিয়ে যায়।

এসআর