ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মনিরুজ্জামান মনির
ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ । ১৫৫ জন
link Copied

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টা দিকে শ্রীবরদী উপজেলার ষাটকাকড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়। ওই ঘটনায় এক শিশু আহত হয়েছেন।

নিহতরা হলেন, শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার এলাকার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাঁও বটতলার এলাকার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত শিশুটি হলেন আবু হানিফ (১০)। স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা দিকে লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মারা যায় লাভলু এবং মেহেদী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানায়, মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনপি