ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ নিহত ২

মনিরুজ্জামান মনির
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ । ১৬৫ জন
link Copied

শেরপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ ২জন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে কামারচর ইউনিয়নের পয়ন্তিচর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এসময় আগুনে পুড়ে আরও ৪টি গরু মারা যায়।

নিহতরা হলেন- কামারচর ইউনিয়নের পয়ন্তিচর গ্রামের আমানুল্লাহ মন্টুর স্ত্রী ফিরুজা বেগম ও হাবিবুর রহমানের ছেলে শরিফ মিয়া (৭)।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আমানুল্লাহ মন্টুর গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়লে গরু বাচাঁতে গিয়ে অগ্নিদগ্ধ হয় ফিরুজা বেগম। পরে আহত ফিরুজা বেগমকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি দল ঘরের ভেতর থেকে অগ্নিদগদ্ধ অবস্থায় শিশু শরিফের মৃতদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।