ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ২ ছাত্রদল নেতা গ্রেফতার

বাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ । ১৮৭ জন
link Copied

পটুয়াখালীর বাউফল পৌর ছাত্রদলের আহবায়ক মো.আবদুল্লাহ আল ফাহাদ (২০) ও কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেনকে (১৮) নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফাহাদকে ও বিলবিলাস বাজার থেকে পারভেজকে গ্রেফতার করে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, নাশকতা কর্মকান্ড করার অভিযোগে ফাহাদ ও পারভেজ নামে দুই জনকে আটক করা হয়েছে। পরে দ্রুতবিচার আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালেতে পাঠানো হয়েছে।

এএস/এসআর