ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় স্বর্নের দোকানে চুরির ঘটনায় আটক ২

এম রহমান মামুন
জানুয়ারি ২২, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ । ১২৪ জন
link Copied

ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের দুইজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

২১ জানুয়ারী গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, সিসি টিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম আন্তজেলা চোর চক্রের এক সদস্য আমির হোসেন (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমির হোসেন কুমিল্লাহ জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে।

এসময় তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ১০ জানুয়ারি বাটাজোড় এলাকায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে। এর আগে ওই ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফর্দাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে দুলাল (৩২) নামে আরো একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।